Title: ৩ বছরের শিশুর পেটে যমজ শিশুর ভ্রূণ

(বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): মাত্র ৩ বছর বয়সের এক শিশুর পেট থেকে ‘পরজীবী যমজ শিশুর ভ্রূণ’-এর অস্তিত্ব খুঁজে পেয়েছেন পেরুর একদল চিকিৎসক। আরেকটি প্রাণ বেড়ে উঠছে তার মধ্যে। পথ এখন একটাই। অস্ত্রোপচারের মাধ্যমে পাকস্থলী থেকে ওই পরজীবী টিস্যুটি অপসারণ করা। আগামীকালই একটি অস্ত্রোপচারের মাধ্যমে ভ্রূণটি অপসারণ করা হবে। লাস মার্সিডিস হাসপাতালের এক চিকিৎসক কার্লোস অ্যাস্টোকন্ডোর জানালেন, প্রতি ৫ লাখ শিশুর মধ্যে একটি শিশু এ জটিল শারীরিক সমস্যায় ভুগতে পারে। আংশিকভাবে গঠিত এ পরজীবী যমজের ওজন দেড় পাউন্ড বা ৭০০ গ্রাম। দৈর্ঘ্যে ভ্রূণটি ৯ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটার লম্বা। তিনি আরও জানালেন, যমজ পরজীবীর মাথার খুলিতে সামান্য চুলও গজিয়েছে। চোখ এবং আরও কিছু হাড়ের অস্তিত্বও পাওয়া গেছে ওই ভ্রূণটিতে। এ খবর দিয়েছে এনডিটিভি।
1329627888_3-year-olds.jpg
Comments
Write Comment
Leave your valued comment. Sign Up


TS Management System