Title: মোনালিসা এখন অনর্গল কথা বলবে।লিউনার্দো দ্য ভিঞ্চির আঁকা বিখ্যাত রহস্যময়ী হাসিমাখা মোনালিসার ছবির কথা সবাই জানে। কিন্তু সুযোগ হয়নি সেই হাসির রহস্য জানার। অজানা সে হাসির রহস্য জানাবে স্বয়ং মোনালিসাই। সম্প্রতি বিখ্যাত ছবি ও চরিত্রটিতে আরও রহস্য যুক্ত করা হয়েছে। মোনালিসা এখন অনর্গল কথা বলবে। প্রশ্ন করলে উত্তর দেবে। তাও আবার চাইনিজ ভাষায়। শুধু মোনালিসা নয়, কথা বলবে যিশু খ্রিস্টও। বিষয়টিকে বাস্তবে রূপদান করেছে ইন্টারঅ্যাকটিভ প্রযুক্তি। বেইজিংয়ের প্লেনিং এক্সিবিউশন হলে শুরু হয়েছে ওয়ার্ল্ড ক্লাস মাল্টিমিডিয়া ইন্টারঅ্যাকটিভ আর্ট এক্সিবিশন। তিন মাসব্যাপী প্রদর্শনীটি আগামী নভেম্বর মাস পর্যন্ত চলবে। চলতি মাসে বেইজিংয়ে হলেও পরের দুই মাস যথাক্রমে হেঙ্গজোহ ও সাঙ্গইয়ে হবে। প্রদর্শনীর সংগঠক ওয়াং হুই। প্রদর্শনীটি করার জন্য সে প্রায় দুই বছর ধরে তার বিষয়বস্তু সংগ্রহ করেছে। ফলে মোট ৬১টি আইটেম প্রদর্শিত হয়। ওয়াং হুইয়ের মতে, প্রদর্শনীর মাধ্যমে প্রথমবার ত্রিমাত্রিক প্রযুক্তি, হলোগ্রাফিক প্রযুক্তি ও ভয়েস রিকগনিশন প্রযুক্তির সমন্বয় করা হলো। মানুষকে সর্বোৎকৃষ্ট স্থিরচিত্র ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই প্রদর্শনীটির মূল উদ্দেশ্য।
1326260358_99.jpg
Comments
Write Comment
Leave your valued comment. Sign Up


TS Management System