Title: ফেসবুকে বসছে ক্যাসিনো

সোশাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুকে ভার্চুয়াল বন্ধুদের সঙ্গে জুয়া খেলার ব্যবস্থা পাকা করছে কর্তৃপক্ষ। ফেসবুকে সত্যিকারের ক্যাসিনো চালানোর অনুমতি দেবে ফেসবুক কর্তৃপক্ষ। খবর সিনেট-এর।
জানা গেছে, ফেসবুকে ক্যাসিনো চালু করতে ২০ জন বিশেষজ্ঞ, অনলাইন জুয়া প্রতিষ্ঠান এবং ক্যাসিনোর সাথে কথা হয়েছে কর্তৃপক্ষের। জানা গেছে, ভার্চুয়াল কোনো প্রতিষ্ঠান নয় বরং সত্যিকারের ক্যাসিনোগুলোই ফেসবুকে অনলাইন জুয়া খেলার আয়োজন করবে।
ফেসবুকে এমন আয়োজন বিষয়ে কর্তৃপক্ষের ভাষ্য হচ্ছে, ফেসবুকের নীতির মধ্যেই সবকিছু পরিচালনা করা হবে তাই নিরাপত্তা বিষয়ক সমস্যা হবে না।
বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুক শেয়ারবাজারে আইপিও ছাড়তে যাচ্ছে। আর ফেসবুক শেয়ারের দাম বাড়াতেই জুয়ার মতো লোভনীয় বিষয়গুলো সাইটটিতে যোগ করছে কর্তৃপক্ষ।
ফেসবুকের এমন সিদ্ধান্তে ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের আলোচনাই শুরু হয়েছে প্রযুক্তি সাইটগুলোতে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমএইচ/এইচবি/ডিসেম্বর ০৫/১১
1323574602_facebook0512b.jpg
Comments
Write Comment
Leave your valued comment. Sign Up


TS Management System